ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সচেতনতা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এসিড সন্ত্রাসকে আমরা যেমন প্রতিরোধ করেছি, নারীর প্রতি সহিংসতাকেও একইভাবে প্রতিরোধ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ সকাল ১০ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে Health Sector Response to Gender-Based Violence বিষয়ে ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একথা বলেন। তিনি আরো বলেন, আর্থ সামাজিক অবস্থা, শিক্ষা, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি নারীদের প্রতি বৈষম্যের অন্যতম কারন। তবে এখন সরকারের প্রতিটি সেক্টর নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য নিরসনে কাজ করছে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে এবং নারীর সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। নারীর প্রতি সহিংসতায় সাজা নিশ্চিত করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মোঃ কামরুল হাসান, এনডিসি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস মো মমতাজ সাদ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মশিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপরি (প্রশাসন) মো: শাহজাহান মিয়া প্রমুখ।
Leave a Reply