নাটোরের সিংড়ার ২নম্বর ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও কে আর এইচ দাখিল মাদরাসায় তিন পদে লোক নিয়োগের আগেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, বড়গাঁও আর কে এইচ দাখিল মাদরাসায় একজন কম্পিউটার অপারেটর, একজন আয়া এবং একজন নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই তিন পদে মোট ৩৩জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের মেধা যোগ্যতা পরীক্ষা না করে ওই প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা, সভাপতি মুনসুর রহমান এবং কমিটির বিদ্যুৎসাহী হালিমুজ্জামানের যোগসাজসে তিন পদের বিপরীতে তিন জনের কাছ থেকে আট লাখ টাকা করে নিয়ে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করছেন। ইতিমধ্যে জমি ও সোনা গহনা বন্ধক রেখে প্রার্থীরা টাকাও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বড়গাঁও দাখিল মাদরাসার সুপারেনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা বলেন, অভিযোগ সঠিক নয়। এখানকার কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয়। সুবিধা না পেলেই তারা বিপক্ষে অবস্থান নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরিন বানু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply