নেত্রকোনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে নিলয় সরকার নামে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ৪ ডিসেম্বর, শুক্রবার সকালে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুহী গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিলয় ওই গ্রামের সুধীর সরকারের ছেলে।
সুধীর সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে বাড়ির লোকজন পুকুরে তার লাশ ভাসতে দেখে।নিলয়ের মা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। সে তার বাবার কাছে গ্রামে থাকত।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply