ব্যক্তিগত পকেট ভারি করার রাজনীতি বন্ধ করতে হবে,ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিও বন্ধ করতে হবে,রাজনীতি করতে হবে সাধারণ, গরিব-দুঃখী ও অসহায় মানুষের জন্য।শুধু নিজ এবং নিজের পরিবারের জন্য ভাবলে হবে না, সমাজের সবার জন্য ভাবতে হবে, প্রতিবেশীদের জন্য ভাবতে হবে, ভাবতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হওয়া যাবেনা ।লড়াই করতে হবে ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঘুষখোরদের বিরুদ্ধে।তাহলেই গড়ে ওঠবে স্বপ্নের সোনার বাংলা ।
সম্পাদক
ফাসাটবিডিনিউজ
Leave a Reply