পাকিস্তানের হামলায় কাশ্মীর সীমান্তে ৪ ভারতীয় সেনাসহ ৭জন নিহত হয়েছেন।ভারতীয় সেনা সূত্র বলছে, নিহত সেনাদের মধ্যে দু’জন উরি সেক্টরের, বাকি দুজন গুরেজ সেক্টরের। এছাড়া তিন বেসামরিক স্থানীয় লোক নিহতসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। -এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার এসডিএম রেয়াজ আহমেদ মালিক জানান, উরি সেক্টরে ভারী গোলাবর্ষণ শুরু হয়। তাতেই নিহত হন ভারতীয় সেনারা। প্রাণ হারান স্থানীয় তিনজনও। তবে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কিরান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করেছে ভারতীয় সামরিক বাহিনী। অনুপ্রবেশের চেষ্টাকারীরা ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে মর্টার এবং অন্যান্য গোলা নিক্ষেপ করে।
Leave a Reply