লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করার দায়ে মো. ফিরোজ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মো. রুবেল রানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ফিরোজ উপজেলার উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ধরলা নদী ও বিভিন্ন স্থাপনার নিকটবর্তী থেকে বাণিজ্যিকভাবে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করে আসছে। এতে করে দিন দিন জীব বৈচিত্র হুমকির মুখে পড়ছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মো. রুবেল রানা উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ি এলাকায় কামারেরহাট ভায়া বুড়িমারী আঞ্চলিক সড়কের পাশে ড্রেজার মেশিন বসিয়ে ফিরোজ নামে এক ব্যাক্তি বালু ও পাথর উত্তোলণ করছে এ রকম একটি খবর পাওয়ার পর সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন জব্দ করেন ও ফিরোজ (৩৫) নামে একজনকে আটক করেন।
পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলণের দায়ে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ফিরোজকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানা পুলিশের একটি দল সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, ‘রাস্তা ও বসতবাড়ির পাশে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে বালু ও পাথর উত্তোলণের সময় ফিরোজ নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, যারা অবৈধভাবে বালু, পাথর উত্তোলণ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও জনসাধারণের ক্ষতি করে তাদেরকে প্রতিরোধে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
Leave a Reply