মুন্সীগঞ্জের লৌহজংয়ে থানা টহল পুলিশের ওপর ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে লৌহজং থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার পূর্ব ভোগদিয়া গ্রামের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো লৌহজং থানা পুলিশের একটি দল টহল ডিউটিতে বের হয়। সিএনজিতে থাকা টহল দলটি উপজেলার প্রধান সড়ক পূর্ব ভোগদিয়া এলাকায় গেলে বড় বড় গাছ ফেলে পুলিশের সিএনজির ওপর হামলা করে ডাকাত দল। তারা বুঝতে পারেনি সিএনজির ভেতরে পুলিশ রয়েছে। পরে ডাকাত দলটি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ডাকাত দলের তিন সদস্যকে আটক করে পুলিশ। পরে স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দিয়ে পলানোর চেষ্টা করে আরেক ডাকাত সদস্য। প্রায় একঘণ্টা খোঁজাখুঁজি করার পর ডাকাত দলের ওই সদস্যকে আটক করা হয়।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বাকি আসামিদের ধরার স্বার্থে এই চারজনের নাম বলা যাচ্ছে না।
Leave a Reply