ময়মনসিংহের নান্দাইলে পুলিশের মোটরসাইকেল চুরি করে গণপিটুনির শিকার হয়েছেন মো. ফজলুর রহমান নামে এক চোর।ফজরুল রহমান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার গৌরীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।সোমবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নান্দাইল পৌরসভার পাঁচপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নান্দাইল থানার এসআই দীলিপ কুমার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিশোরগঞ্জ নান্দাইল সড়কের পাঁচপাড়া এলাকার একটি মৎস খামারের ভিতরে কযেকজন মাদক সেবন ও ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই দীলিপ কুমার সাদা পোষাকে পুলিশের একটি টিম নিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে মৎস খামারের গেইটে মটরসাইকেল রেখে ভিতরে অভিযান চালায়।পরে মৎস খামারের ভিতরে কাউকে না পেয়ে ফিরে এসে দেখেন চোর তাদের মটরসাইকেল নিয়ে হেটে হেটে কিছুদুর এগিয়েছে। তারা দ্রুত অন্য একজনের মোটরসাইকেলের সহযোগিতায় তারা মোটরসাইকেলের কাছে পৌঁছতেই চোর আরও দ্রুত পালাতে চাইলে ওই ব্যাক্তিকে আটক করেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে লোকজন ছুটে এসে পিটুনি দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ফজলুর রহমান নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফজলুর রহমানকে আগামীকাল আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি
Leave a Reply