এখন থেকে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে পেনশনার তার মাসিক পেনশন পেলেন কি না তা ঘরে বসেই যাচাই করতে পারবেন। জিপিএফ স্টেটমেন্টও দেখা যাবে একই প্রক্রিয়ায়। পেনশন সমস্যা সংক্রান্ত যে কোনো আবেদনও করা যাবে।
গত ৭ অক্টোবর পেনশনারদের নানাবিধ সমস্যার সমাধানে দেশের হিসাব ও নিরীক্ষা বিভাগের বহুল প্রতীক্ষিত পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইট (www.cafopfm.gov.bd) উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা যায়, বর্তমানে আইবাসপ্লাসপ্লাস থেকে যারা ইএফটি পান; শুধু তারাই এ ওয়েবসাইট থেকে সেবা নিতে পারবেন। পেনশনার মাত্র কয়েকটি তথ্য দিয়েই তার বর্তমান মাসের প্রকৃত প্রাপ্যতা (মাসিক পেনশন) জানতে ও যাচাই করতে পারবেন। ফলে এসব ব্যাপারে পেনশনারকে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে না। ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারবেন।
হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. জহুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট অফিসটি সৃষ্টিই করা হয়েছে পেনশনারদের সুবিধার জন্য। ঘরে বসেই তারা পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন। সিভিল যত পেনশনার আছেন আপাতত এই অফিসটি তাদের জন্য। পরে সরকার যে সিদ্ধান্ত নেবেন সেটা হবে।
তিনি আরো বলেন, পেনশনারগণ জিআরএস মডিউল ব্যবহার করে সরাসরি আমাদের কাছে অভিযোগ দাখিল করতে পারেন। শুধু তাই নয়, অভিযোগ সমাধানের কোন পর্যায়ে আছে তাও দেখতে পারবেন। পুরো প্রক্রিয়াটি কাগজবিহীন। জিআরএস ব্যবহার করে যারা অভিযোগ দিবেন, তাদেরকে বিশেষ অগ্রাধিকার দিয়ে সমাধান দেয়া হবে।
এ ব্যাপারে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট অফিস প্রধান চিফ অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার (সিএএফও) মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্টের ওয়েবসাইটের মাধ্যমে মাত্র তিনটি তথ্য (জন্ম তারিখ, পেনশন শুরুর তারিখ ও পেনশন শুরুর তারিখে নিট পেনশন) দিয়ে পেনশনার নিজেই তার বর্তমান মাসের প্রকৃত প্রাপ্যতা (মাসিক পেনশন) জানতে ও যাচাই করতে পারবেন। ফলে এসব ব্যাপারে পেনশনারকে কষ্ট করে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে না। ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরো বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে পেনশনারের নিকট আত্মীয় পেনশনারের জাতীয় পরিচয় পত্র/স্মার্ট আইডি ও মোবাইল নম্বর দিয়ে সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়কে দ্রুততার সাথে পেনশনারের মৃত্যু সংক্রান্ত তথ্য দিতে পারবেন। যার ফলশ্রুতিতে পেনশনারের মৃত্যু পরবর্তী আর্থিক দেনা-পাওনা সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হবে। এছাড়া নতুন করে পারিবারিক পেনশনের আর্থিক কোন জটিলতায় পড়তে হবে না।
Leave a Reply