ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে তাঁতিলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারী) রাতে পাছার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়,২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের ঘঠনা নিয়ে তাঁতিলীগ-যুবলীগের সংঘর্ষ হয়।
প্রথমিক অবস্থায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামছুল হক ও সালাহ উদ্দীন কাদের রুবেল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় কথার কাটাকাটি হয় ,এর জের ধরেই ঘটনার সূত্রপাত হয় । সালাহ উদ্দীন কাদের রুবেল তার ভুল বুঝতে পেরে চেয়ারম্যান প্রার্থী যুবলীগের সামছুল হকের কাছে বিষয়টির মিমাংশার জন্য যায়,যাওয়ার পর সামছুল হকের সমর্থকরা তাঁতিলীগের সালাহ উদ্দীন কাদের রুবেল ও তার সমর্থকদের উপর এলোপাতারি আক্রমন চালায়,পরবর্তী সময়ে তাঁতিলীগের সালাহ উদ্দীন কাদের রুবেল ও তার সমর্থকরা যুবলীগের সামছুল হক ও তার সমর্থকদের উপর আক্রমন চালায়, এতে উভয় পক্ষেরই কিছু সমর্থক আহত হয়, গুরুতর আহত অবস্থায় সামছুল হককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ।
উক্ত সংঘর্ষ চলাকালিন অবস্থায় প্রশাসনের লোকজন নীরব ভূমিকা পালন করেছিলেন বলে প্রত্যক্ষ দর্শীরা
Leave a Reply