ময়মনসিংহের ফুলপুরের বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা শাহ্ কুতুব চৌধুরী (৫৬) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শাহ্ কুতুব চৌধুরী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য ও ও ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) দ্বিবাগত রাত ৩টার স্ট্রোক করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
আওয়ামীলীগ নেতা শাহ্ কুতুব চৌধুরী মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেন।
এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র আমিনুল হকসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
তিনি মৃত্যুর সময় স্ত্রী ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা ও সাভার এনাম মেডিকেল কলেজে অধ্যায়ণরত একমাত্র ছেলে দীপ্ত চৌধুরীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের অর্জুনখিলা গ্রামের বাসিন্দা
তার প্রথম নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ আসর ফুলপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Leave a Reply