ময়মনসিংহ প্রতিনিধি: ফুলবাড়িয়ায় ছয় বছর ধরে শিকলবন্দি আবুল হোসেন পেল প্রতিবন্ধী কার্ড। ময়মনসিংহের ফুলবাড়িয়া রাঙ্গামাটিয়া হাতিলেইট গ্রামের শিকলবন্দি আবুল হোসেনকে প্রতিবন্ধীকে ভাতার কার্ড প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর।আজ শুক্রবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান কিবরিয়া আবুল হোসেনের মা হাজেরা খাতুনকে তার কার্যালয় নিয়ে আসেন। তার নামে নতুন সিম ক্রয় করে মোবাইল নগদ একাউন্ড খোলে আবুল হোসেনের নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে তার মায়ের হাতে তুলে দিয়েছেন।শিকলবন্দি প্রতিবন্ধি-যুবক আবুল হোসেনের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয় সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান।অর্থঅভাবে চিকিৎসা করতে না পেরে গত ছয় বছর যাবত অসহায় মা হাজেরা খাতুন পুত্র আবুল হোসেনকে শিকলবন্দি করে রাখেন ঘরের বারান্দায়।
Leave a Reply