সীমান্তে বিএসএফের গুলিতে ফের এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতের ব্যক্তির নাম মো. খায়রুল ইসলাম (৪৮)। সে গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের উদ্যেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতীয় সীমান্ত সীমান্তরাকারী বাহিনী গাছুয়াপাড়া বিএসএফ এর টহলরত দল তাকে উদ্দেশ্যে করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার সঙ্গীরা তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।
Leave a Reply