বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকা থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুৃধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার আম বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার আম বাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে স্থানীয়রা থানায় খবরদিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারে। তবে যাত্রী নাকি অটোচালক তা বুজা যাচ্ছে না।
তিনি আরও বলেন, উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। তবে, নিহতের নাম ঠিকানা জানাতর পারেননি তিনি।
Leave a Reply