1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

বাউফলে এক পরিবারে ৬৬ জন কোরআনের হাফেজ

নুসরাত জাহান লাবনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফলে একটি পরিবারে ৬৬ জন কোরআনে হাফেজ। উপজেলায় তার হাত গড়ে উঠেছে ৫টি হাফেজি ও কওমি মাদ্রাসা। এছাড়া ঢাকাতে রয়েছে একই মানের আরও ৮টি প্রতিষ্ঠান। অধ্যয়নরত আছেন তার পরিবারে অপর আরও ১৮জন হাফেজ।

হাফেজ গড়ার এই কারিগর মো. শাহজাহান হাওলাদার(৭৫)। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিলবিলাস গ্রামে। মাত্র ৩বছর বয়সে মা এবং ৭বছর বয়সে বাবাকে হারান তিনি। ১৯৬৯ সালে বগা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭১ সালে বাউফল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। নিজের পৈতৃক সম্পত্তি ও মামা বাড়ির ৩ একর জায়গা বিক্রি করে প্রতিষ্ঠা করেছেন ১৩ টি হাফেজি ও কওমি মাদরাসা এবং ৩ টি মসজিদ।
৬ ছেলে ও ৪ মেয়েসহ মোট ১০সন্তানের জনক তিনি। এই ১০ সন্তান থেকেই বর্তমানে ৬৬ জন কোরআনে হাফেজ।

শাহজাহান হাওলাদারের বড় ছেলে হাফেজ মাওলানা মজিবর রহমানের ৩ ছেলে ও ৪ মেয়েসহ মোট ৮ জন হাফেজ । দ্বিতীয় ছেলে হাফেজ মাওলানা নূর হোসেন। তার ৩ ছেলে ৩ মেয়ে ও মেয়ে জামাইসহ পরিবারে মোট ৮জন হাফেজ। তৃতীয় ছেলে হাফেজ মাওলানা আবু বকর। এই পরিবারে ২ ছেলে ও ৩ মেয়ের মধ্য ৩ জন হাফেজ। মেয়ে জামাইসহ মোট হাফেজের সংখ্যা ৬ জন। চতুর্থ ছেলে হাফেজ ইব্রাহীম। ১ মেয়ে ৪ ছেলে ও মেয়ে জামাইসহ হাফেজ সংখ্যা ৬ জন। পঞ্চম ছেলে হাফেজ জোবায়ের। তাদের পরিবারের ২ ছেলে ও ২ মেয়ে তারা সবাই হাফেজ। এই পরিবারে মোট হাফেজ সংখ্যা ৬ জন। ছোট ছেলে হাফেজ হুজাইফা। ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে ১ জন হাফেজ। তাদের পরিবারে মোট হাফেজের সংখ্যা ২ জন।

শাহজাহান হাওলাদারের ৪ মেয়ে। প্রথম মেয়ে হাফেজা খাদিজা। তার পরিবারে ছেলে মেয়ে, ছেলের বউ এবং মেয়ে জামাইসহ হাফেজ ১১জন। দ্বিতীয় মেয়ে হাফেজা আসমা। তাদের সংসারে ছেলে-মেয়ে ও মেয়ে জামাইসহ হাফেজের সংখ্যা ১০ জন। দ্বিতীয় মেয়ে হাফেজা খানসা। তাদের সংসারে ছেলে-মেয়ে ও মেয়ে জামাইসহ মোট হাফেজের সংখ্যা ৬ জন। সর্বকনিষ্ঠ মেয়ে হাফেজা আম্মারা। তাদের সংসারে ২ ছেলে ১ মেয়েসহ মোট হাফেজের সংখ্যা ৩ জন।

এবিষয়ে শাহজাহান হাওলাদার বলেন, আমার পরিবারে ১১ জন জামাই হাফেজ। এছাড়াও আমার পরিবারের ছেলেমেয়ে নাতি-বউসহ ৬৬ জন হাফেজ-হাফেজা রয়েছেন। আমি সাতখানা কিতাব লিখেছি। সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাফেজ-হাফেজা বানাবেন। আমি কোনো দান বা সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। আমি আমার পৈতৃক সম্পত্তি ও মামা বাড়ির সম্পত্তি থেকে তিন একর জমি বিক্রি করে মাদরাসা-মসজিদ করেছি।

বাউফল ইউনিয় পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, শাজাহান হাওলাদার একজন ভদ্র মানুষ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞ। তার পরিবারের এই ৬৬ জন হাফেজ। এটা গর্বের বিষয়। সারাদেশে উদাহরণ তৈরি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, এটা বাংলাদেশের মধ্যে একটি বিড়ল ঘটনা। উপজেলার জন্য একটি গর্বের বিষয়। আমরা তার পরিবারের সাফল্য কামনা করছি।###

২৪/০২/২০২৩

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৭
  • ১২:৩১
  • ৫:০০
  • ৬:৫৬
  • ৮:১৩
  • ৬:০৩