বিনা দোষে সাজাখাটা মিন্টু মোল্যা শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের মহর আলী মোল্যার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
ঋণখেলাপি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি একই গ্রামের মহর আলীর ছেলে আশরাফ আলীর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
সাজা খেটে বেরিয়ে মিন্টু মোল্যা বলেন, “২০২০ সালের ১৬ নভেম্বর রাতে বেনাপোল পোর্ট থানার মাসুম দারোগা এবং কালো কবির চৌকিদার তাকে আসামি আশরাফ আলী বলে বাড়ি থেকে ধরে আনেন।”
আটকের সময় তিনি আসামি আশরাফ আলী বারবার বললেও নয় পুলিশ সে কথা শোনেনি বলে অভিযোগ তার। ধরে এনে তাকে কারাগারে পাঠিয়ে দেন। সেই থেকে চার মাস সাজা ভোগ করেছেন।
কয়েকদিন আগে একজন সচিব কারাগারে এসেছিলেন। তিনি তাকে বিনাদোষে সাজা ভোগ করার কথা বলেছিলেন। এরপর আদালত থেকে বৃহস্পতিবার ওই মামলায় তাকে অব্যহতি দেওয়া হয়েছে।
স্বামী মুক্তি পাচ্ছেন খবর পেয়ে বিকালে মাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কারাগারে ছুটে আসেন ফাহিমা বেগম।
ফাহিমা জানান, আশরাফ আলী নামে এক ব্যক্তি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধ না করায় তার এক বছরের দণ্ড হয়। আশরাফ আলীর বাবার নামও মহর আলী। তার স্বামীর বাবার নামও মহর আলী। শুধুমাত্র বাবার নামের সাথে মিল থাকায় বিনাদোষে তার স্বামীকে চার মাস সাজা ভোগ করতে হয়েছে।
এদিকে, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এ ধরনের কোনো ঘটনা জানেন না বলে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের থানায় একজন এসআইয়ের এবং একজন এএসআইয়ের নাম মাসুম। কে মিন্টু মোল্যাকে ধরে এনেছিলেন তাও জানেন না তিনি।
Leave a Reply