গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই ৫১ জনের মধ্যে ৪৩ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে দেশে বর্তমানে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৩ জন, সিলেটের ৫, খুলনার ২ এবং রংপুরের ১ জন। ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কারো শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, গত ৮ মে করোনা শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন, ৯ মে ৩০ জনের মধ্যে ২৩ জন, ১০ মে শনাক্ত ২৬ জনের মধ্যে ১২ জন এবং ১১ মে ৩৩ জনের মধ্যে ১৯ জন রোগী ছিলেন ঢাকা বিভাগের।
এদিকে টানা ২২ দিনের মতো গত ২৪ ঘণ্টায়ও করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল সবশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।
Leave a Reply