1. iamparves@gmail.com : admin :
 2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
 3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিং করার সময়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি বেশ কয়েকজন অভিনেতা ৷ আসুন দেখে নেওয়া যাক বলিউডের তেমন আটটি দৃশ্য

অনলাইন ডেক্স
 • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

সিনেমায় রোম্যান্টিক দৃশ্য বা যে কোনও ‘হট সিন’ শ্যুট করা যে আদৌ সহজ কাজ নয় ৷ তা হয়তো বলে দেওয়ার প্রয়োজন নেই ৷ অনেকসময় অভিনেতা-অভিনেত্রীরা এমন রোম্যান্টিক দৃশ্যে শ্যুট করার সময় হয়তো ভুলেই যান যে এটা রিয়াল নয় ‘রিল’ ৷ অর্থাৎ ফিল্মের শ্যুটিং চলছে ৷ বলিউডেও এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে ৷ যেখানে অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিং করার সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি অভিনেতারা ৷ আসুন দেখে নেওয়া যাক তেমন আটটি দৃশ্য ৷

 ১. রণবীর কাপুর ও ইভলিন শর্মা- ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’- ইভলিনের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে নিজেকে কন্ট্রোল করতে পারেননি রণবীর ৷ শোনা যায়, পরিচালক ‘কাট’ বলার পরেও ইভলিনের সঙ্গে ফ্লার্টিংয়েই মেতে ছিলেন অভিনেতা ৷

১. রণবীর কাপুর ও ইভলিন শর্মা- ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’- ইভলিনের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে নিজেকে কন্ট্রোল করতে পারেননি রণবীর ৷ শোনা যায়, পরিচালক ‘কাট’ বলার পরেও ইভলিনের সঙ্গে ফ্লার্টিংয়েই মেতে ছিলেন অভিনেতা ৷

 ২. রুসলান মুমতাজ ও চেতনা- ‘ আই ডোন্ট লভ ইউ’- এই ছবিটি খুব বেশি প্রচার না পেলেও যারা দেখেছেন তাঁরা অভিনেতা রুসলান ও চেতনার কিসিং সিনটি অবশ্যই মনে রেখেছেন ৷ জানা যায়, এই দৃশ্যের শ্যুটিংয়ের সময়ে নিজেকে ধরে রাখতে পারেননি রুসলান ৷ অভিনেত্রীর ড্রেসের চেন টেনে খুলে দেন ৷ চেতনার জামা যার জন্য খুলেও যায় ৷ এই ঘটনার জন্য পরে অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রুসলান ৷

২. রুসলান মুমতাজ ও চেতনা- ‘ আই ডোন্ট লভ ইউ’- এই ছবিটি খুব বেশি প্রচার না পেলেও যারা দেখেছেন তাঁরা অভিনেতা রুসলান ও চেতনার কিসিং সিনটি অবশ্যই মনে রেখেছেন ৷ জানা যায়, এই দৃশ্যের শ্যুটিংয়ের সময়ে নিজেকে ধরে রাখতে পারেননি রুসলান ৷ অভিনেত্রীর ড্রেসের চেন টেনে খুলে দেন ৷ চেতনার জামা যার জন্য খুলেও যায় ৷ এই ঘটনার জন্য পরে অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রুসলান ৷

 ৩. জ্যাকলিন ফার্নান্ডেজ ও সিদ্ধার্থ মালহোত্রা- ‘আ জেন্টলম্যান’- এই ছবিতে একটি অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিংয়ের সময় জ্যাকলিন ও সিদ্ধার্থ প্রায় ভুলেই গিয়েছিলেন যে ফিল্মের শ্যুটিং চলছে ৷ পরিচালক ‘কাট’ বলার পরেও একে অপরকে চুমু খেতে থাকেন তাঁরা ৷

৩. জ্যাকলিন ফার্নান্ডেজ ও সিদ্ধার্থ মালহোত্রা- ‘আ জেন্টলম্যান’- এই ছবিতে একটি অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিংয়ের সময় জ্যাকলিন ও সিদ্ধার্থ প্রায় ভুলেই গিয়েছিলেন যে ফিল্মের শ্যুটিং চলছে ৷ পরিচালক ‘কাট’ বলার পরেও একে অপরকে চুমু খেতে থাকেন তাঁরা ৷

 ৪. দিলীপ তাহিল ও জয়া প্রদা- শ্যুটিংয়ের সময়ে ‘কন্ট্রোল’ হারানোর ব্যাপারে অভিনেতা দিলীপ তাহিলের ‘দুর্নাম’ আছে ৷ জয়া প্রদার সঙ্গে একবার শ্যুট করার সময় দিলীপকে চড়ই মেরে বসেন জয়াপ্রদা !

৪. দিলীপ তাহিল ও জয়া প্রদা- শ্যুটিংয়ের সময়ে ‘কন্ট্রোল’ হারানোর ব্যাপারে অভিনেতা দিলীপ তাহিলের ‘দুর্নাম’ আছে ৷ জয়া প্রদার সঙ্গে একবার শ্যুট করার সময় দিলীপকে চড়ই মেরে বসেন জয়াপ্রদা !

 ৫. রঞ্জিত ও মাধুরী দীক্ষিত- ‘প্রেম প্রতিজ্ঞা’- সিনেমায় ‘ব্যাডম্যান’ ইমেজই চিরকাল অভিনেতা রঞ্জিতের ৷ ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির ধর্ষণের দৃশ্যে মাধুরীর উপর গায়ের জোরই দেখাতে শুরু করেন রঞ্জিত ! মাধুরী এই ঘটনায় যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন ৷

৫. রঞ্জিত ও মাধুরী দীক্ষিত- ‘প্রেম প্রতিজ্ঞা’- সিনেমায় ‘ব্যাডম্যান’ ইমেজই চিরকাল অভিনেতা রঞ্জিতের ৷ ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির ধর্ষণের দৃশ্যে মাধুরীর উপর গায়ের জোরই দেখাতে শুরু করেন রঞ্জিত ! মাধুরী এই ঘটনায় যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন ৷

 ৬. বিনোদ খন্না ও মাধুরী দীক্ষিত- ‘দয়াবান’- এই ছবিতে মাধুরী-বিনোদ খন্নার অন্তরঙ্গ দৃশ্য সকলেই মনে রেখেছেন ৷ ছবিতে একটি চুমুর দৃশ্যে নিজেকে কাবু রাখতে পারেননি বিনোদ খন্না ৷ মাধুরীর ঠোঁটে জোর কামড় বসান তিনি !

৬. বিনোদ খন্না ও মাধুরী দীক্ষিত- ‘দয়াবান’- এই ছবিতে মাধুরী-বিনোদ খন্নার অন্তরঙ্গ দৃশ্য সকলেই মনে রেখেছেন ৷ ছবিতে একটি চুমুর দৃশ্যে নিজেকে কাবু রাখতে পারেননি বিনোদ খন্না ৷ মাধুরীর ঠোঁটে জোর কামড় বসান তিনি !

 ৭. বিনোদ খন্না ও ডিম্পল কাপাড়িয়া- ‘প্রেম ধর্ম’- মহেশ ভাটের ছবি ‘প্রেম ধর্ম’-তে পরিচালকের কাট বলার পরেও ডিম্পল কাপাড়িয়াকে ধরে চুমু খেতে থাকেন বিনোদ খান্না ৷ এর জন্য পরে ডিম্পলের কাছে ক্ষমাও চেয়ে নেন পরিচালক মহেশ ভাট ৷

৭. বিনোদ খন্না ও ডিম্পল কাপাড়িয়া- ‘প্রেম ধর্ম’- মহেশ ভাটের ছবি ‘প্রেম ধর্ম’-তে পরিচালকের কাট বলার পরেও ডিম্পল কাপাড়িয়াকে ধরে চুমু খেতে থাকেন বিনোদ খান্না ৷ এর জন্য পরে ডিম্পলের কাছে ক্ষমাও চেয়ে নেন পরিচালক মহেশ ভাট ৷

 ৮. জ্যাকলিন ফার্নান্ডেজ ও টাইগার শ্রফ অভিনীত ‘ফ্লাইং জাট’ ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যেও পরিচালকের কোনও কথায় কান না দিয়ে নিজেদের মধ্যে চুমু খেতেই ব্যস্ত ছিলেন অভিনেতা ও অভিনেত্রী ৷

৮. জ্যাকলিন ফার্নান্ডেজ ও টাইগার শ্রফ অভিনীত ‘ফ্লাইং জাট’ ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যেও পরিচালকের কোনও কথায় কান না দিয়ে নিজেদের মধ্যে চুমু খেতেই ব্যস্ত ছিলেন অভিনেতা ও অভিনেত্রী ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:২২
 • ১২:২৮
 • ৫:০৩
 • ৭:১০
 • ৮:৩৩
 • ৫:৪৩