ভারতের পশ্চিমবঙ্গের স্টার জলসা টেলিভিশনে প্রচারিত বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে ‘পাখি’, কেয়ার করি না ধারাবাহিকে ‘জুনি’ এবং কুসুম দোলা ধারাবাহিকে ‘ইমন’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। যদিও তাকে সবাই ‘পাখি’ নামেই বেশি চেনেন।
তবে ছোটপর্দার সেই পাখি-কে এখন চেনাই দায়। চেনা ছক ভেঙে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নিজেকে হট লুকে মেলে ধরছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার উপহারে অনুরাগীসহ নেটিজেনরাও চমকে উঠছেন মাঝে মাঝে। আলোচনায় আসছে তার একের পর এক উষ্ণ ছবি। তা নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।
ইনস্টাগ্রামে মধুমিতার ফলোয়ারের সংখ্যা প্রায় ৮ লাখ। ভক্তদের নজর কাড়তে ধরে রাখতে বেশ সিদ্ধহস্ত তিনি।
ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই নিজের কোনো না কোনো ছবি পোস্ট করে থাকেন মধুমিতা। আর তা দেখার জন্য মুখিয়ে থাকে তার ভক্তগণ।
পরিচিত ইমেজ ভেঙে মধুমিতা এখন অনেক সাহসী, অনেক বোল্ড। খোলামেলা ছবিতেও বেশ স্বাচ্ছন্দ্য তিনি।
মধুমিতা ১৯৯৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স করেছেন।
২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোটপর্দায় কাজ শুরু করেন মধুমিতা।
ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ২০১৫ সালে সংসার পেতেছিলেন। গত বছরের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
২০২০ সালে শুরুতে ‘লাভ আজকাল পরশু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মধুমিতা। প্রথম চলচ্চিত্রেই নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে শুট করে বিতর্কের মুখে পড়েন। বর্তমানে ‘চিনি’ সিনেমার শুটিং করছেন তিনি।
Leave a Reply