বিয়ের আসরে সেজেগুজে বসে রয়েছে নবদম্পতি। জমকালো বিয়ে বাড়িতে অতিথিরা আসছেন। দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ দোয়া করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে এর মধ্যেই ঘটল অবাক করার মতো ঘটনা। বরের হাতে তুলে দেয়া হল একে৪৭। তবে কাউকে খুন-হত্যা করতে নয়।
বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেয়া হয়। ঘটনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে-৪৭ রাইফেল।
Leave a Reply