ময়মনসিংহ নগরীর চড়পাড়া থেকে থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নগরীর চরপাড়ার ক্লিনিক পাড়ার পেছনে কপিক্ষেত নামক এলাকার ময়লার ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, চড়পাড়া এলাকার ক্লিনিক পাড়ার পেছনে চরপাড়া কপিক্ষেত এলাকায় রাস্তার পাশে আবর্জনার উপরে পড়ে থাকা একটি ব্যাগ টানাটানি করছিল কয়েকটি কুকুর।
টানাটানি করার এক পর্যায়ে ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ বেরিয়ে আসে।
পরে পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ওসি ফিরোজ তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে জন্মের পরেই নবজাতকের মরদেহ ব্যাগে ভরে ময়লার স্তুপে ফেলে দেয়া হয়েছে।
Leave a Reply