ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নাসিমের ছেলে সায়েম (৭), রতন মিয়ার ছেলে আহাদ (৭), শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)।
তারা সবাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার শানকিপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (১৪ এপ্রিল) দুপুর দুইটার দিকে ময়মনসিংহ মহানগরীর জয়নুল আবেদীন এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. জিয়াউর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নগরীর জয়নুল আবেদিন পার্ক এলাকা দিয়ে দিয়ে দুপুরে দিকে মৃত তিন শিশুসহ ৫ জন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে দুপুর দুইটার দিকে তিন শিশু নদে ভেসে উঠলে স্থানীয়রা ফায়ারসার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ারসার্ভিস তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ওই তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Leave a Reply