শার্শা যশোরঃ
মঙ্গলবার সকালে ব্রাক এর আয়োজনে শার্শার রুদ্রপুর কমিউনিটি ক্লিনিকে করোনা প্রতিরোধে গনসচেতনতায় “স্থানীয় জনপ্রতিনিধিদের করনীয় শীর্ষক” মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় মেম্বর হবিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাাকের ভলন্টিয়ার কমিউনিটি মোবালাইজার অফিসার রাজ্জুল ইসলাম রাজু, সাংবাদিক আজিজুল ইসলাম, শিরাজুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্য ইসলাইল হোসেন, নায়েব আলী, আব্দুল ওহাব মন্টু, ডাঃ আমির আলী, বকুল ও কেরবান আলী। শেষে অতিথিদের মাঝে এক বাক্স করে মাস্ক বিতরন করা হয়।
Leave a Reply