ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের অসাধু কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় মিথ্যা মামলা ও হয়রানী বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে,ভালুকা সদর ইউনিয়নের শত-শত এলাকাবাসী, বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অসাধু বনকর্মকতাদের ঘুষ বানিজ্য বন্ধসহ ভালুকা সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শিহাব আমীনের বিরুদ্ধে দায়ের করা গাছ চুরির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন,অসাধু বনকর্মকর্তারা স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রয়োজনে ঘরবাড়ি করতে গেলে মোটা অংকের ঘুষ দাবী করে চাহিদা মতো ঘুষের টাকা না পেলে তাদের মিথ্যা মামলাসহ বসতবাড়ীতে হামলা চালিয়ে হয়রানি করে আসছে।
তাই ঘুষখোর বন কর্মকর্তাদের ঘুষ বানিজ্য বন্ধসহ ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ হয়রানী বন্ধের দাবী জানান।
এ ব্যাপারে হবিরবাড়ীর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
Leave a Reply