ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। গত এক মাসে, উপজেলার ভরাডোবা- সাগরদিঘী রোডে মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী এলাকাধীন ডিম বোঝাই গাড়ি হ্যালপার ও ড্রাইভারসহ মারধর করে রাস্তার সাইটে ফেলে রেখে গাড়ি নিয়ে উধাও, ও সম্প্রতি এক নারীর গত বুধবার ২৫ মে, খিরুনদীর পাড়ে মৃত আব্দুল আউয়াল মাষ্টারের আকাশমনি বাগানের পশ্চিম পাশে একটি গর্তে অজ্ঞাত এক যুবতীর লাশ মডেল থানাপুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশটির মুখে ও মাথায় আঘাতের চিহ্নসহ তার মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় ছিলো। মডেল থানাপুলিশ সূত্রে জানা যায়,ওই অজ্ঞাত লাশের পরিচয় তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার ভাল্লুকবেড় গ্রামের সোহেল মিয়ার মেয়ে গার্মেন্টস শ্রমিক তাহমিনা বেগম।
এদিকে উপজেলার সরকারের বাজেটকৃত
(২০২১,২০২২,২০২৩) অর্থবছরের বাজেটের কোনো তথ্যই গণমাধ্যমকর্মীদেরকে উপজেলা প্রশাসনে কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. আবুল কালাম আজাদ ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগসাজশে বরাদ্দকৃত সিংহভাগ টাকা পকেটস্ত করেছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও সাড়া ভালুকায় প্রকাশ্যে মাদক কারবারি মাদক কারবার চালিয়ে যাচ্ছে, উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো তৎপরতা না থাকায়’ আইনশৃঙ্খলা অবনতির বিষয়টি সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উপজেলাধীন বিভিন্ন ঘটনায গণমাধ্যমরা তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ হলেও উল্লেখযোগ্য কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ফলে প্রতিদিন বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। এতে উপজেলার বিভিন্ন এলাকায় দখল-বেদখল ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Leave a Reply