ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে পুত্রবধূকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একটি প্রভাবশালী মহল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে জানা যায়, উপজেলার মেদুয়ারী গ্রামের সোহেল মিয়ার সাথে ইসলামী শরিয়া মোতাবেক ৩০/০৬/২০২১ইং সালে নেত্রকোনা সদর উপজেলার চকপাড়া গ্রামের মাহবুব আলমের মেয়ে সুরভী আক্তার খাদিজার বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর তার স্বামী প্রবাসে চলে যায়। স্বামীর অনুপস্থিতির সুযোগে তার শ্বশুর মজিবর রহমান প্রায়ই খাদিজাকে উত্ত্যক্ত করতো। বিভিন্ন সময়ে তার শ্বশুর মজিবর রহমান শ্বাশুরীকে বিভিন্ন সময়ে আত্নীয় স্বজনের বাড়ীতে পাঠিয়ে দিয়ে নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৫/০৩/২২ ইং তারিখে শ্বশুর মজিবর রহমান রাত ১০ টার দিকে পুত্র বধূর ঘরে ঢুকে তাকে ঝাপটে ধরে। শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এ সময় সুরভীর ডাক চিৎকার শুরু করলে মজিবর রহমান ঘর থেকে বের হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ভাবে মেম্বার সমাধানের চেষ্টা করার নামে সময় নষ্ট করতে থাকে। পরে সুরভি বাপেরবাড়ী গিয়ে পরিবার লোকদের জানিয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।
এ ছাড়াও স্থানীয় লোকজন জানান, এটা নতুন কিছু নয় মজিবুরের বাপেরো এমন স্বভাব চরিত্র ছিল। এটা তাদের জন্য কোন সমস্যা নয়। আরও জানান যায়,
সোহেলের পূর্বের স্ত্রীও এ ধরনের ঘটনায় ডিভোর্স নিয়ে চলে যায়।
Leave a Reply