ময়মনসিংহের ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামে নাঈম শেখ (০৭) এক শিশুকে বলাৎকার করা হয়েছে। ওই ঘটনায় নাঈম শেখের বান্দিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন বাদি হয়ে একই গ্রামের রফিক খানের ছেলে রিফাত খানকে(১৯) আসামী করে গত সোমবার (০৮ ফেরুয়ারী) রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। শিশুটি স্থানীয় হলিব্রাইট প্রি-কেডেট নামের একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়া সুবাদে রফিকুল ইসলাম (রফি)ছেলে রিফাত খান গত বৃহষ্পতিবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে ওই শিশু নাঈমকে কম্পিউটারে গান সুনাবে বলে নিজের ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক তাকে বলৎকার করে। পরে, খুঁজাখোঁজির একপর্যায়ে চিৎকার শুনে নাঈমের দাদি রিফাতের গড় থেকে তাকে উদ্ধার করে। পরে, ওই শিশুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কতব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Leave a Reply