রোববার রাতে উপজেলার সিডস্টোর বাজারের ঢালীবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সদরের নুর ইসলামের ছেলে মনিরুজ্জামান(৩৩) এবং জুবাইদুল ইসলাম (৩০)।
ভালুকা হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক আক্তারুজ্জামান বলেন, পিকআপটি জব্দের পর তল্লাশি করে মিষ্টির প্যাকেটে তিন লাখ তের হাজার সাতশ টাকা এবং এক লাখ টাকার একটি চেক পাওয়া যায়।যা লাশের সঙ্গে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply