ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে বিষ খেয়ে এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছে। ওই শিক্ষিকার নাম হুরুন্নেছা বেগম শিল্পী (৩৮) তিনি উপজেলার সোনাহাট ইউনিয়নের মধ্য ভরতেরছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জানাগেছে, পারিবারিক কলহের জেরে রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকা ইদুর মারা বিষ খায় শিল্পী । পরে তাকে মুম‚র্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরন করেন। হুরুন্নেছা শিল্পী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ী কুড়ারপাড় গ্রামের মোঃ হাছেন আলী মাষ্টারের মেয়ে। প্রায় ২০ বছর পুর্বে বিএসসি মোড়ের আনোয়ার মাষ্টারের পুত্র রফিকুল ইসলামের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে।
ভ‚রুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, সোমবার সকালে মৃত ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply