ভুরুঙ্গামারী (কুড়িগাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৬ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১০মে (সোমবার) থেকে ১৫মে (শনিবার) পর্যন্ত বন্ধ থাকবে এই বন্দরের সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম। ১৬মে থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মোস্তফা জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে সোমবার থেকে শনিবার পর্যন্ত ছয় দিন দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে।
Leave a Reply