জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ সহচর,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ সহযোদ্ধা, উত্তরবঙ্গের আলোকিত মানুষ, নওগাঁ জেলার কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মরহুম জননেতা আবদুল জলিল এম.পি’র সমাধীতে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেতৃবৃন্দ মরহুম জননেতা আবদুল জলিলের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়াও মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশের মহান স্বাধীনতা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অকুতোভয় অসীম সাহসী,মেধাবী এই নেতা ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালের ৬ মার্চ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল সায়েম, কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, আবু জাফর, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাসিম আহমেদ সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমন, নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ
Leave a Reply