ময়মনসিংহের গৌরীপুর টু ঢাকা গামী মহানবী সাঃ এক্সপ্রেস নামে বাস সার্ভিস চালু করায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
অনেকেই ধারনা করছেন আবেগজনিত কারণেই এমন নাম করন করা হয়েছে।
হয়তো ভালবাসার উচ্চ মর্যাদায় লালিত বলেই এ নামটি ব্যবহার করা হয়েছে- কিন্তু হিসাব মিলেয়ে দেখা হয়নি হয়তো। আমরা সবাই নবী মোহাম্মদ সাঃ কে অন্তর থেকে ভালবাসি এতে কোন সন্দেহ নাই। এ ভালবাসা সম্মান আদর্শ মর্যাদা এবং প্রশংসনীয় নামটি কোন মতেই ক্ষুন্ন হোক তা নিশ্চয়ই চাইনা আমরা কেউই।
তা-ই বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি বাস মালিক এর প্রতি। (মহানবী সাঃ এক্সপ্রেস) বাসের নাম পরিবর্তন করে অন্য কোন নাম রাখার।
প্রিয় বাস মালিক — আপনার প্রতি শ্রদ্ধা থাকবে — আপনার সফলতা কামনা করি।
মুক্তমতে
মোঃসোহাগ
Leave a Reply