শার্শা যশোর প্রতিনিধিঃ
যুগে যুগে মানবতার দরদি মানুষ পৃথিবীতে খুবই কম দেখা যায়।এসব মানুষ মনে হয় খুবই কম সংখ্যাক জন্মায়।যারা নিজের নামে নয় নিজের কর্মের গুনে মানুষের মনের মণিকোঠায় বেঁচে থাকবে আজীবন।যাদের প্রশংসা করলে ও খুবই কম হবে।তেমনি আজ একজন মানবতার ফেরিওয়ালা কথা বলছি তিনি হলেন গনতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু
বিনামূল্যে মুমূর্ষু রোগী ও মরদেহ বহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে।শার্শা থানার ১১ টা ইউনিয়ন থেকে এবং বেনাপোল পৌরসভা, ও শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে যশোর স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পৌঁছানো ফ্রি সার্ভিস দেওয়া হবে নিজ এবং পরিবারের উদ্যোগে ফ্রি মাইক্রোবাস সার্ভিস কার্যক্রম চালু করেন এডভোকেট মোস্তফা কামাল।
এলাকার সর্ব মহলের মুখে মানব হৃদয়ের প্রতিটি মানুষের মাজে মোস্তফা কামাল মিন্টু একের পর এক মানব সেবাই নিজেকে বিলিয়ে দিয়েছেন মানব সেবার মত বিভিন্ন মহতি কাজে।
তাই তো এলাকার আপামর জনসাধারন তার জন্য অনেকে দূয়া ও প্রার্থনা করে আপনার মতো মানবতার ফেরিওয়ালা বাংলাদেশে হাজার হাজার মোস্তফা কামাল মিন্টুর জন্ম হোক, আল্লাহ পাক রাব্বুল আল-আমিন আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন নেক হায়াত দান করুন।
এই শুভ কামনায় অসহায় খেটেখুটে খাওয়া সাধারণ মানুষের আরেক নাম হয়ে মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাসের বাতিঘরের উজ্জ্বল নক্ষত্র এক প্রজ্জলন শিখা হিসাবে প্রতিটি মানুষের মাঝে জ্বলে থাকবে মোস্তফা কামাল মিন্টু নামে পরউপকারী এক মহৎ মানুষের কর্মকান্ডের গুণাবলির কিছু কাজ।
Leave a Reply