লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে টিসিবির নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি না মেনে চলছে পণ্য বিক্রি। সেই সাথে টিসিবি’র পন্য নিতে আসা অনেকের মুখে ছিল না মাস্ক। নিয়ম না মেনে একই ব্যাক্তিকে একাধিক প্যাকেজ দেওয়া হলেও গরিব ও অসহায় মানুষ পাচ্ছে না ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এই সুবিধা। স্বাস্থ্য বিধি তো মানাই হচ্ছে না। গাদাগাদি করে শতশত মানুষ টিসিবি’র পন্য ক্রয় করেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে,লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিমের উপস্থিতিতেই এই অনিয়ম চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, নিয়মবহির্ভূত ভাবে শুধু পরিচিত হওয়ার কারনে কাটুন বোঝাই টিসিবি’র সয়াবিন তেল রিকশায় নিয়ে যেতে দেখা যায় এক ব্যাংক কর্মকর্তাকে। শুধু তাই নয় জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম উপস্থিত থাকা অবস্থায় অনেককেই লাইনে না দাঁড়িয়েই টিসিবির পণ্য কিনতে দেখা যায়।
একই সময় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষেগুলো টিসিবির পণ্য ক্রয়ের জন্য প্রখর রোদ ও তীব্র গরমে লম্বা লাইনে দাঁড়িয় আছে।
এ সময় সাংবাদিকদের দেখে লাইনে দাঁড়ানো সাহেব আলী, সাদ্দামসহ অনেকেই বলেন, লাইনে না দাঁড়িয়ে অনেকেই এভাবে টিসিবির পন্য কিনে নিচ্ছেন। আর আমরা অসহায়রা কঠোর রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মালামাল পাই না। শুনেছি এ সব সুবিধা আমাদের মতো গরীবদের জন্য অথচ আমরাই এই পণ্য পাই না।
এ বিষয়ে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিমের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়ে সংবাদ প্রকাশ করার কথা বলে দ্রুত সেখান থেকে সটকে পড়েন।
Leave a Reply