যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছেন নুর নাহার (২০)। তবে এ সময় মায়ের কোলে থেকেও বেঁচে যায় তার আট মাসের শিশু কন্যা হাফিজা। শুক্রবার দুপুর ২টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, উপজেলার সলুয়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে নুর নাহার সম্প্রতি বাবার বাড়ি বেড়াতে যান। শুক্রবার দুপুরে স্বামী হাফিজুর রহমানের সাথে কোলে শিশু হাফিজাকে নিয়ে মোটরসাইকেল যোগে স্বামীর বাড়ি উপজেলার চাঁদপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কয়ারপাড়া বাজার সংলগ্ন চাতালের সামনে পৌঁছালে পিছন দিক থেকে ইট ভাটার ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নুর নাহার। আহত হন তার স্বামী হাফিজুর রহমান। তবে সম্পূর্ণ অক্ষত থাকে শিশু হাফিজা খাতুন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র সরকার বলেন, একটি বেপারেয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই মৃতুর ঘটনা ঘটেছে। মরদেহের সুরোতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।
Leave a Reply