‘মুমিনা’। শুধু এটুকুই তার পরিচয়। আর কিছুই বলতে পারে না। সদা হাস্যোজ্জ্বল গোলগাল চেহারা আর কালো রংয়ের মেয়েটির মাথায় আউলা চুল। বয়স অনুমান ১৪ বছর। তার আর কোনো পরিচয় পাওয়া যায়নি। হয়তো বা কোনো অসহায় পরিবারের মেয়ে। দেখতে তেমনি মনে হয়।
গরীব হোক বা ধনীই হোক হয়তোবা তার জন্মদাতা মা-বাবা পাগলের মতো খুঁজছেন। সোমবার বেলা শেষে রাতে ভবঘুরে মেয়েটি চলে যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের ছোট খুরমা গ্রামে।
তখন ওই গ্রামের এক বৃদ্ধ রফিক মিয়া (৫০) থানায় ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে থানার ওসি সেখানে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তার পরিচয় জানতে বিশ্বনাথ থানা নামের ফেসবুক আইডিতে ছবিসহ একটি স্ট্যাটাস দেয়া হয়।
হুবহু তা ধরে তুলে ধরা হল। বিশ্বনাথ থানার অলংকারি ইউপির অন্তর্গত ছোটখুরমা সাকিনে পরিচয়হীন এক প্রতিবন্ধী নারী পাওয়া গিয়াছে। সে তার নাম মুমিনা বলে জানায়। আর কোনো কিছু বলতে পারে না। কেউ কোন পরিচয় জানলে বিশ্বনাথ থানায় যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হইল। মোবাইল- ০১৩২০-১১৭৮৩৮-০১৩২০-১১৭৮৪৪।
মঙ্গলবার দুপুরে ওই মেয়েটিকে কোর্টের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে বলে ওসি শামীম মূসা জানান।
Leave a Reply