গাইবান্ধায় কতিপয় হৃদয়হীন মানুষের বেধড়ক পিটুনিতে মারা গেল বিরল প্রজাতির একটি হনুমান। শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরে এই ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শোকার্ত মানুষ হত্যাকারীদের শাস্তি দাবি করেছেন।
এলাকাবাসী জানান, গত তিন-চারদিন ধরে বিরল প্রজাতি ওই হনুমানটি সদর উপজেলার খোলাহাটি ও মালিবাড়ি ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। সাধারণ মানুষ তাকে খাবারও দেয়। কিন্তু হনুমানটি ওই এলাকার বিভিন্ন গাছে ঘুরে বেড়ানোর সময় কিছু শিশু-কিশোর ও বিকৃত মানসিকতার মানুষ তার পেছনে লাগে। তারা ইটপাটকেল ছুড়ে তাকে আহত করে। কেউ কেউ হাতের নাগালে পেয়ে লাঠি দিয়ে আঘাতও করে। মানুষের ধাওয়ায় হনুমানটি ক্রমাগত স্থান পরিবর্তন করতে থাকে।
জিয়াউর রহমান নামে এক যুবক জানান, শনিবার বিকেলে ওই এলাকার খোর্দ্দ মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে অসহায় ও অতিষ্ঠ হনুমানটি আশ্রয় নেয়। এ সময় ওই গ্রামের শিশু-কিশোরসহ কিছু মানুষ তাকে আক্রমণ করে। তাদের পিটুনিতে মারাত্মক আহত হয় হনুমানটি। সে চলাফেরা করতে পারছিল না। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি প্রকৃতির সন্তান অতিথি হনুমানটিকে।
এলাকার শামসুল হক বলেন, নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হনুমানটির কথা ছড়িয়ে পড়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে উদ্ধারের চেষ্টা করেনি। যার ফলে প্রাণ গেল প্রাণীটির। আমরা ব্যাপারটি মেনে নিতে পারছি না। একটি সহানুভূতিও কি কারো মনে জাগল না!
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে শুক্রবার হনুমানটিকে পার্শ্ববর্তী খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার এলাকায় দেখতে পাওয়া যায়। সাধারণ মানুষ ধারনা করছেন, পাশের সীমান্তবর্তী জেলা থেকে হনুমানটি সম্ভবত পণ্যবাহী ট্রাকে জেলায় এসেছে।
Leave a Reply