লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গরুর দড়ির সাথে প্যাচ খেয়ে সাফিউল ইসলাম শিপন (১৫) নামে নবম শ্রেণি এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার মহেন্দ্রনগরে ইউনিয়নের সাতপাটকী এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিউল ইসলাম শিপন (১৫) উপজেলা সদর এলাকার মহেন্দ্রনগরের সাতপাটকী গ্রামের একরামুল হক মিঠু ছেলে এবং বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ সুত্র জানান, সোমবার দুপুরে মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী গ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গরুর দড়ির সাথে প্যাচ খেয়ে মোটরসাইকেলসহ সিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে সে নিহত হয়।পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসতাপালে পাঠান প্রেরন করেন।
এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভার প্রাপ্তকর্মকর্তা(ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply