ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীতে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসময় দুইটি নিহত পরিবার এবং একটি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকালে নগরীর কাঠগোলা এলাকার একটি বাসায় অগ্নিকান্ডে নিহতদের স্বজনদের ডেকে এনে এই আর্থিক সহযোগীতা দেয় ইন্ট্রাকো এলপিজি লিমিটেড।
এর মধ্যে নিহত ফিলিং স্টেশনের কর্মচারী তোফাজ্জল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার এবং মুদি দোকানি আবুল হোসেনের স্ত্রী লাভলী বেগমের হাতে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজিজুল হককেও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
ইন্ট্রাকো এলপিজি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মুকুল আহমেদ বলেন, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরাও মর্মাহত। তাই মানবিক কারণে আমাদের কোম্পানির পক্ষ থেকে হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে হতাহত অন্য পরিবারগুলোকেও এই সহযোগীতা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭টি গাড়ী অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেকটার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে। এসময় প্রাইভেটকার থেকে হিমেল মুন্সি নামের এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যায়।
Leave a Reply