ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নগরীর দোপাখলা এলাকায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ১ লাক্ষ ৫০ হাজার শলাকা নকল বিড়ি উদ্ধার করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল বিড়ি এনে বাজারজাত করছিল এই চক্র। আটককৃতরা হলেন ফুলপুরের ইমাদপুর গ্রামের আঃ রহিমের ছেলে আল আমিন এবং জামালপুর সদরের জঙ্গলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সাকিব হাসান শাহিন। দীর্ঘদিন ধরে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধবাবে ব্যবসা করে আসছে তারা। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
কুরিয়ার সার্ভিসে বিড়ি নিতে আসা সিএনজি চালকের দেয়া তথ্য অনুযায়ী তাদেরকে আটক করা হয়।
আটককৃত আল আমিনের জবানবন্দিতে জানা যায়, সাকিব হাসান শাহিন ২৫ হাজার টাকা দিয়ে ১ লক্ষ সলাকা নকল বিড়ি কিনে ৪০ হাজার টাকায় বিক্রি করে তার কাছে। নগরীর এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে কাজ করতো সাকিব হাসান শাহিন।
এ সময় পুলিশ দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply