ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মে) মহানগর বিএনপি ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা কোয়াটার রেলক্রসিং সংলগ্ন সানকিপাড়া বাজার এলাকায় দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা হয়। প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম শফিক, মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, আনন্দমোহন কলেজের সাবেক জিএস মহানগর বিএনপি’র সদস্য সুলতান আহমেদ, মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আজিজুল হাকিম আজিজ, মহানগর ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম পিয়াস, সজীব, পাপ্পু মিয়া, সোহাগ আহম্মেদ, রিয়াদ উদ্দিন, সাইদুল হক শুভ, মো. আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আনন্দমোহন কলেজ ছাত্রদল নেতা শরিফুল আলম রুবেল, মঈন উদ্দিন খান ইমন। পূর্ব থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. সজিব মিয়া, যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ, ইয়াসিন আরাফাত সাকিব। পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক জিল্লুর রহমান, মেহেদী হাসান, পারভেজসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply