রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বাগানবাড়ি ও ফায়ার সার্ভিস রোড এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
যেসকল বিএনপি নেতাদের বাড়িতে হামলা হয়েছে তারা হলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
এর মধ্যে আবু ওয়াহাব আকন্দের বাসায় ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং জাকির হোসেন বাবলুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন হামলার শিকার বিএনপি নেতাদের স্বজনরা।
তবে এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোতোয়ালি মডেল থানা পুলিশের বক্তব্য জানা যায়নি।
Leave a Reply