ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার আমতলী এলাকার মোস্তফা (৬৫) ও একই জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নাসিমা (৩৫)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত মোস্তফা গত ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বেলা ২ টার দিকে মারা যায়। অপর মৃত নারী নাসিমা গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। পরে গতকাল রবিবার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে মোট ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ৫ জন ও একজন শিশু চিকিৎসাধীন আছেন।
Leave a Reply