যশোর প্রতিবেদকঃ
যশোর জেলা বৈশ্বিক মহামারী করোনার আঘাতে ক্ষতবিক্ষত। চারিদিকে শুধু লাশের গন্ধ আর কান্নার আওয়াজ ।শহরের চারিদিকে এ্যাম্বুলেন্সের শব্দ আর করোনা রোগীদের অক্সিজেন স্বল্পতা জনিত শ্বাসকষ্টের হৃদয় বিদারক দৃশ্য শহরের ঘরে ঘরে।করোনা আক্রান্ত রোগীর চাপে হাসপাতালের বিছানায়,মেঝেতে,গাছ তলায় পর্যন্ত রোগীদের ঠাই হচ্ছে। যশোরের চারিদিকে শুধু হাহাকার। এমনই একটা ক্রান্তিকালে করোনা মহামারীর সাথে পুলিশ প্রশাসনসহ সমগ্র বাংলাদেশকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হচ্ছে। কারণ মাদক ব্যবসায়ীরা জাতির দুঃসময়ে নিজেদের আখের গোছানোর জন্য মাদক চোরাচালান নিয়ে ব্যস্ত।
আর তাই যশোর পুলিশ প্রশাসনকে করোনার মহামারীর সাথে সাথে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীর মাদক চোরাচালানির সাথেও যুদ্ধ করতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর ডিবি পুলিশের একটি চৌকস টীম পৃথকভাবে দুইটি অভিযান পরিচালনা করেন।
প্রথমে যশোর জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার পালবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১. জুয়েল শেখ(২৮), পিতা- দেলোয়ার হোসেন রাজু গ্রাম – পুরাতন কসবা ঘোষপাড়া, ২. মেহেদী হাসান পান্নু(৪০), পিতা- নূর ইসলাম মৃধা, গ্রাম- বলপুর উভয়ের থানা – কোতোয়ালি, জেলা – যশোরদের ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও হাফ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন যার বাজার মূল্য ৪২ হাজার টাকা।
এছাড়া কোতোয়ালি মডেল থানাধীন শেখহাটি জামরুলতলা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ৩. আব্দুল গফুর মোল্লা (৫২),পিতা- মৃত হাসেম আলী মোল্লা গ্রাম- শেখহাটি, থানা- কোতোয়ালি, জেলা- যশোরকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন যার বাজারমূল্য ৬০ হাজার টাকা।
উল্লেখ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৩ টি মামলা রয়েছে এবং পরিচালিত অভিযানের আলোকে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply