যশোরে ৬ টি ককটেলসহ অকিল উদ্দিন তুষার (৩৩) নামে এক যুবক আটক হয়েছে। শনিবার ভোর রাত পাঁচটার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে যশোর র্যাব-৬ সদস্যরা এসব ককটেলসহ তাকে আটক করে।
আটক অকিল উদ্দিন তুষার চাঁচড়া দারোগা বাড়ির মোড় এলাকার মৃত্যু মোজাহার আলী বাবুর ছেলে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের মাধ্যমে শনিবার ভোর পাঁচটার দিকে জানতে পারি ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে একটি ঘরে কয়েকটি ককটেল রয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ৬ টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে অকিল উদ্দিন তুষার নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের নামে বিস্ফোরক মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply