রাজবাড়ী সদর উপজেলার রাধাকান্তপুরে দশ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী আব্দুল গফুর সর্দারকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত গফুর সর্দার ওই এলাকার মৃত একামুদ্দি সর্দারের ছেলে। এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ৩ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার মামলা নং-২১
জানাগেছে, দশ বছরের শিশু মেয়েকে রেখে তার মা বাবা কাজের উদ্দেশ্যে বের হয় । প্রতিদিনের মত গত ৭ই মার্চ (রোববার) বাড়ীতে একা পেয়ে প্রতিবেশি আব্দুল গফুর সর্দার মেয়েকে ঘড়ে একা পেয়ে বিকেল ৫ টার দিকে ঘড়ে ঢুকে ঘড়ের দরজা বন্ধ করে ধর্ষণ করে এবং এ কথা কারো কাছে বলতে নিষেধ করে ও ভয়ভীতি প্রদর্শন করে। পরের দিন মেয়ে শারীরিকভাবে অসুস্থ্য হলে মেয়েকে জিজ্ঞাস করলে তার মায়ের কাছে সব কিছু খুলে বলে। মান সম্মানের ভয়ে মেয়েটির মা কাউকেই কিছু বলেন না । পরে ১৩ই মার্চ মেয়ের অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় ফরিদপুর হাসপাতালে তার চিকিতস্যার জন্য ভর্তি করানো হয় ।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে পরে তাকে গ্রেফতার করে রোববার সকাল ১০ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply