সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লবণভর্তি ট্রাক তল্লাশী করে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মেহেদী হাসান (২৪), মোঃ হৃদয় শেখ (২৬) এবং তুহিন হোসেন
(২৪)। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে এনে ঢাকা-নারায়ণগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। মূলত ট্রাক চালানো তাদেরএকটি ছদ্মবেশ মাত্র। এ পেশার আড়ালে তারা মাদক ব্যবসা করে।
এদিকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।##
Leave a Reply