ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে লরির চাকা ফেটে চাপা দেয়ায় মোটরসাইকেল আরোহী রিফাত মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ টাউয়ারের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিফাত পৌর শহরের শিলাসী এলাকার রইছ উদ্দিনের ছেলে ও পেশায় নির্মাণ শ্রমিক। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে রিফাত তার বড় ভাই রুবেলের সঙ্গে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে গফরগাঁওয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ টাউয়ারের মোড়ে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি লরির সামনের চাকা ফেটে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা রিফাত ও রুবেল আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে রিফাত মারা যান। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি ফারুক আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। লরি জব্দ করা হলেও চালক পালিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply