নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর অনুকুলে বরাদ্দ ভিজিএফ কার্ডের ৪০ ভাগ দাবির অভিযোগে প্রতিবাদে করেছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুলের অনুসারী আওয়ামী লীগ নেতারা। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্বিঘ্নে ভিজিএফ বাণিজ্য করার জন্য এমন ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে দাবী সাংসদ সমর্থকদের।
বৃহষ্পতিবার বিকালে স্থানীয় গোপালপুর বাজারে এক প্রতিবাদ সভায় এসব দাবী করেন উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা।
লালপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু লিখিত বক্তব্যে বলেন, গত কয়েকদিন ধরে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও তার সমর্থকদের নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হচ্ছে। সেসব সংবাদে বলা হয়েছে,
গত রোববার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের অফিস কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে মানবিক সহায়তা কমিটির সভা চলাকালিন সময়ে সংসদ সদস্য সমর্থক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবুর নেতৃত্বে কয়েক জন ১০ ইউনিয়নের অনুকুলে বরাদ্দ ভিডিএফ কার্ডের ৪০ ভাগ দাবি করেন। আমি দ্ব্যার্থহীনভাবে বলতে চাই এই অভিযোগ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই সভায় স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের প্রতিনিধি হিসেবে আমরা কয়েকজন অংশগ্রহণ করি। এসময় বিগত দিনগুলোতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ, ভিজিডিসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বিভিন্ন ভাতার কার্ড বিক্রির বিষয়টি তুলে ধরে আগামীতে যেন এর পুনরাবৃতি না হয়, সেই দাবী করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণে সাংসদ শহিদুল ইসলাম বকুলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই। সভা শেষে পরদিন জানতে পারি ৮জন চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর ভিজিএফ কার্ডের ৪০ শতাংশ দাবীর মিথ্যে অভিযোগ করেছেন।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন, আমরা স্বচ্ছতার সাথে ভিজিএফ বিতরণের আহ্বান জানিয়েছি। কোন অবস্থাসম্পন্ন ব্যক্তি যেন না পান এই সহায়তা, সভা থেকে তা নিশ্চিতে তাগিদ দিয়েছি। এখানে সাংসদের পক্ষে কোন কার্ড বরাদ্দ চাওয়া হয়নি।
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, যারা ভিজিএফ-ভিজিডি কেনাবেঁচা করে, তারা অভিযোগ দিয়ে সাংসদ শহিদুল ইসলাম বকুলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। নিজের পছন্দের ব্যক্তিদের সহায়তা দিয়ে প্রকৃত অভাবীদের বঞ্চিত করার অপচেষ্টা চলছে।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, এবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আসলাম প্রমুখ।
Leave a Reply