বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান অসাধারণ মিশুক একজন মানুষ Kuddus Boyati । সর্বদাই হাশিখুশি, প্রাণচাঞ্চল্য তার মুখে লেগেই থাকে।
লোকসঙ্গীতে তার অবদান সবসময় অনন্য উচ্চতায় থাকবে। তাকে বাংলাদেশের ‘লোকসঙ্গীতের মহাতারকা’ বলা হয়।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে দেশবাসীকে সচেতন করতে কুদ্দুস বয়াতির ’জাইনা চলেন, মাইনা চলেন’ গানটি অনেক বড় ভূমিকা রেখেছে।
Leave a Reply